আবদুল হাই, বাঁকুড়াঃ- উত্তর বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় সার্বজনীন দুর্গোৎসব গঙ্গাজলঘাটি ব্লকের পাড়ুইবাইদ উদয়ন সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয়। থিম পুজোয় দীর্ঘ ১৪ বছর ধরে এলাকার দর্শনার্থীদের মন জয় করেছে। এবার ১৫তম বর্ষে তাদের থিম হিম সাগরে কল্পলোক। পুজোমণ্ডপে দূষণ মুক্ত জলাশয় আর পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন উদ্যোক্তারা। পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে নির্মিত হচ্ছে মণ্ডপ। মণ্ডপ জুড়ে অসাধারণ কারুকার্য ফুটিয়ে তোলার কাজ চলছে। হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল শিল্পীদের মধ্যে। আয়োজকদের দাবী অন্যান্য বছরের মতো এবারও দর্শনার্থীদের মনোগ্রাহী হবে এবারের মণ্ডপ।
গঙ্গাজলঘাটি ব্লকের পাড়ুইবাইদ উদয়ন সংঘের ১৫তম বর্ষে তাদের থিম হিম সাগরে কল্পলোক।

Leave a Reply