আইহো উচ্চ বিদ্যালয়ের সামনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা:–শারদোৎসব উপলক্ষে দুঃস্থ শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদার হবিবপুর ব্লকের আইহো উচ্চ বিদ্যালয়ের ৩৪জন ছাত্রছাত্রী দ্বারা গঠিত ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটি সংস্থার সদস্যরা। তারা তাদের টিফিন খরচের অর্থ জমিয়ে দুঃস্থ শিশুদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিল শনিবার। এই উপলক্ষে এদিন আইহো উচ্চ বিদ্যালয়ের সামনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই আইহো উচ্চ বিদ্যালয়ের ৩৪জন ছাত্রছাত্রী দ্বারা গঠিত ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটি সংস্থার সদস্যরা মোট ৩০জন দুঃস্থ শিশুর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেয় বলে জানা গেছে।

শিক্ষকরা বলেন ছাত্র ছাত্রীদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। টিফিনের পয়সা বাঁচিয়ে দুঃস্থ মানুষজনদের নতুন বস্ত্র বিতরণ করলেন আইহো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের,ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটি নামের সংস্থা তৈরি করেন।টিফিনের পয়সা বাঁচিয়ে দুঃস্থ মানুষজনদের মুখে হাসি ফোটাতে দুর্গাপূজোর আগে নতুন বস্ত্র বিতরণ করল ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটি। শনিবার আইহো উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ৩০ জন দুঃস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটির সদস্যরা।এই প্রসঙ্গে ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটির এক সদস্য বলেন,দুর্গোৎসবের মধ্যে সকলেই নতুন পোশাক পড়বে। অনেক দুঃস্থ মানুষজন নতুন বস্ত্র থেকে বঞ্চিত থাকবেন। তাই আমরা আমাদের টিফিনের পয়সা বাঁচিয়ে সাধ্যমত দুঃস্থ মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *