১৪ টি গ্রামের ৪৮০ জন আদিবাসী কিশোর কিশোরী,বৃদ্ধ বৃদ্ধাদের দুর্গাপূজা উপলক্ষ্যে নতুন বস্ত্র ও সকলকে টিফিন প্রদান করা হয় মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগে, ওল্ড মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিষমপুর গ্রামে, ৬ ই অক্টোবর ২০২৪, ১৪ টি গ্রামের ৪৮০ জন আদিবাসী কিশোর কিশোরী,বৃদ্ধ বৃদ্ধাদের দুর্গাপূজা উপলক্ষ্যে নতুন বস্ত্র ও সকলকে টিফিন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা চক্ষু পরীক্ষক অজিত কুমার দাস, জাগরন ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক শুভজিৎ দাস, সদস্য শুভময় সরকার, মিলি দাস, সিদ্ধার্থ দাস, মালদা সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস সভাপতি নাজেমা খাতুন, রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা প্রমূখ। সকলের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *