সোমবার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া সুস্বাস্থ্য ক্ষেত্রে একটি ক্লিনিক্যাল ল্যাবের উদ্বোধন হলো।

0
317

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুমারগঞ্জ ব্লকের সমজিয়া সুস্বাস্থ্য ক্ষেত্রে একটি ক্লিনিক্যাল ল্যাবের উদ্বোধন হলো সোমবার। এতদিন পর্যন্ত এই সুস্বাস্থ্য কেন্দ্রে কোন ক্লিনিক্যাল ল্যাব না থাকার জন্য ওই অঞ্চলের রোগীদের অসুবিধা হতো। এই নতুন ক্লিনিক্যাল ল্যাবে বিভিন্ন ধরনের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হবে বলে জানা গেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস, কুমারগঞ্জ ব্লকের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল সহ অন্যান্য আধিকারিক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মীবৃন্দ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘এই ক্লিনিক্যাল ল্যাবে বিভিন্ন ধরনের ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হবে যেমন ইসিজি, সুগার, ফাস্টিং পিপি, ব্লাড সুগার, ব্লাড প্রেসার, থাইরয়েড, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, হিমোগ্লোবিন এবং ট্রাই গ্লিসারাইড টেস্ট। এখানে একজন ডাক্তার স্বাস্থ্যপরিসেবা দেবেন। সপ্তাহে তিন দিন এখানে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে।’ এখানে একজন ডাক্তার থাকলেও পরবর্তীকালে ডাক্তারের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে।
বিধায়ক তোরাফ হোসেন মন্ডল বলেন, ‘এই প্রত্যন্ত অঞ্চলে ক্লিনিক্যাল ল্যাবের ভীষণ দরকার ছিল। আমরা দীর্ঘদিন ধরে এই ক্লিনিক্যাল ল্যাব চালু করার জন্য দরবার করে আসছিলাম। আজ সোমবার অত্যন্ত খুশির দিন যে এই ক্লিনিক্যাল ল্যাব আজ থেকে শুরু হলো। মুখ্য স্বাস্থ্য আধিকারিক কথা দিয়েছেন যে এই ক্লিনিক্যাল ল্যাবে বেডের সংখ্যা কুড়িটি করা হবে। এর জন্য কলকাতায় স্বাস্থ্য ভবনে গিয়ে যোগাযোগ করার জন্য তিনি আমাকে বলেছেন। এখানে যাতে আরো একজন ডাক্তার আসেন সেই বিষয়েও চেষ্টা করা হবে। এই নতুন পরিষেবা উদ্বোধনের জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ দিতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here