নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, এগরা :- দূর্গোপুজোর আবোহেও আর জি কর ইস্যুকে সামনে রেখে পথে নামলো এগরার নাগরিক সমাজ। আর জি করের ঘটনায় ধর্ষণ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়াকে। রাজ্য তথা দেশ এবং বিদেশে দোষীদের শাস্তির দাবীতে পথে নেমেছিল সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। মঙ্গলবার এগরা ২ ব্লকের বালিঘাইতে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিবাদে সামিল হল। এলাকার বিশিষ্ট সমাজসেবী অমলেশ পাহাড়ী রাজ্য সরকার ও মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার তীব্র সমালোচনা করে বলেন যখন সারা রাজ্য আন্দোলনে নেমেছে তখন সাংসদ পূজো উদ্বোধন করতে এসেছে। এ প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া বলেন, যে কেউ আন্দোলন করতেই পারে কোনো সমস্যা নেই। পুজোর আনন্দও হবে আবার আন্দোলনও চলবে বলে দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ জুন মালিয়া।