নিজস্ব সংবাদদাতা, মালদা, ১০ অক্টোবর:- মালদাহের হবিবপুর,বামনগোলা ও গাজোল ব্লক আদিবাসী অধ্যুষিত এলাকা।আদিবাসী নৃত্য এই ঐতিহ্যকে ধরে রেখে,মালদার গাজোলে মহাসষ্টমী দুর্গাপূজা উপলক্ষে আদিবাসীদের সাশাইল নিত্য অনুষ্ঠান হয়। এদিন বৃহস্পতিবার দুটো নাগাদ গাজোল থানা মোড় এলাকায় রাস্তাতে আদিবাসীদের শাশাইল নিত্য জমজমাট অনুষ্ঠান হয়। আদিবাসীদের শাসাল অনুষ্ঠানের প্রধান কর্তা জানান এদিন তারা গাজোলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আদিবাসী মাদলের তালে তালে সাশাল নাচের অনুষ্ঠান করে থাকেন, কারণ মানুষদের মধ্য আনন্দ উৎসাহিত দিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবছর গাজোল সহ মালদা শহরে বিভিন্ন জায়গায় এই নাচ করে থাকে এবং এই নাচ দেখে খুশি হয়ে সাধারণ মানুষ অর্থ দিয়ে থাকে এই অর্থ দিয়ে তারা আনন্দ করে।
Home দুর্গা পূজা ২০২৪ আদিবাসী নৃত্য এই ঐতিহ্যকে ধরে রেখে,মালদার গাজোলে মহাসষ্টমী দুর্গাপূজা উপলক্ষে আদিবাসীদের সাশাইল...