নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পুজো মানেই উৎসব ৷ নতুন পোশাক, বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে মিলিত ভাবে মেতে ওঠেন শ্রেষ্ঠ উৎসবে। সকলের মিলিত অনুভূতিতে পুজোস্থল যেন সম্প্রীতির এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়। তাই বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। আর এই উৎসবে দুঃস্থ মানুষদের আনন্দ দিতে উদ্যোগী হলো জটেশ্বর বিধান নগর দুর্গা পূজা কমিটি। বৃহস্পতিবার জটেশ্বর বিধান নগর দুর্গা পূজা কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন সকালে এলাকার ছাত্র ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গিয়েছে, এদিন বিভিন্ন এলাকার বহু ছাত্র ছাত্রীরা এই অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। পরে সফল প্রতিযোগিদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও বিকেলে পুজো মন্ডপ প্রাঙ্গনে প্রায় শোখানেক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জটেশ্বর বিধাননগর দুর্গা পূজা কমিটি পক্ষ থেকে।
Home রাজ্য আলিপুরদুয়ার উৎসবে দুঃস্থ মানুষদের আনন্দ দিতে উদ্যোগী হলো জটেশ্বর বিধান নগর দুর্গা পূজা...