পূর্ব মেদিনীপুরের তমলুকের বড়বাজার থেকে রাজ্যের সর্বত্রই পূজার বাজারে জিনিসপত্রের অগ্নি মূল্য।

0
46

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কোজাগরি লক্ষী পূজার বাজারে জিনিসপত্রের অগ্নি মূল্য। পূর্ব মেদিনীপুরের তমলুকের বড়বাজার থেকে রাজ্যের সর্বত্রই একই চিত্রপট পরিলক্ষিত হচ্ছে। আজ রাতই লক্ষী পূজা । ফলমূল থেকে শুরু করে সবজি বাজারে আগুন। নাজেহাল ক্রেতাসাধারণ । একশো এর নিচে কোন ফল নেই। যেইটা ধরবেন একশত টাকার উর্ধ্বে। সবজি বলে তো লাভ নেই। কুমড়ো কেজি একশো চল্লিশ, ঝিঙ্গা, থেকে শুরু করে সব কিছু সবজির মুল্যের বাড় বাড়ন্ত। মাথায় হাত ক্রেতাদের। তারপরেও সাধ্য অনুযায়ী কোজাগরি লক্ষী মায়ের আরাধনা মেতে উঠবে সবাই। পঞ্জিকা মতে বুধবার ও বৃহস্পতিবার দুই দিন পূর্ণিমা। এই দুই দিন কোজাগরি লক্ষী পূজা করতে পারবে ব্রতীরা। বুধবার সকাল থেকেই পূজার বাজারে ভিড়।

সমস্ত জিনিসের অনেকটা দাম বাড়লেও লক্ষী মায়ের পুজো বলে কথা পুজো তো করতেই হবে। তবে পূজোর বাজারে এসে মধ্যবিত্তের পকেটে অনেকটাই টান পরছে এমনটাই জানাচ্ছেন পুজোর বাজার করতে আসা বাড়ির গৃহিণীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here