নিজস্ব সংবাদদাতা, মালদা—হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের হেনস্তা সহ তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল এক রোগীর পরিবারের লোকজনেদের বিরুদ্ধে। তবে শুধু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নয়, পুলিশকেও হেনস্তা করা হয় বলে খবর। মঙ্গলবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনা সম্পর্কে জানা যায়, পুরাতন মালদার ভাবুক অঞ্চলের রাঙামাটিয়া এলাকার এক ব্যক্তি মঙ্গলবার সকালে তার চার বছরের শিশুকে জ্বর নিয়ে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। এরপর কর্তব্যরত চিকিৎসক যথারীতি চিকিৎসা করেন। কিন্তু শিশুটির উন্নততর চিকিৎসার প্রয়োজন থাকায় তাকে বিকাল নাগাদ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আর এই রেফারের কথা জানতে পেরেই রোগীর পরিবারের লোকজনেরে তেলেবেগুনে জ্বলে ওঠেন। তারা ঠিকঠাক চিকিৎসা করা হয়নি এই অভিযোগ তুলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঘিরে ক্ষোভ-বিক্ষোভ জানাতে থাকেন। এমনকি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধাক্কাধাক্কি করে তাদের হেনস্তা করেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ হাসপাতালে পৌছালে রোগীর পরিবারের লোকজনেরা প্রথমে পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে খবর। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা সম্পর্কে মৌলপুর ‘গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়দীপ মজুমদার কোন মন্তব্য করতে না চাইলেও, হেনস্তার শিকার কর্তব্যরত চিকিৎসক অরিন্দম চাকী জানিয়েছেন, তাকে এবং স্বাস্থ্যকর্মীদের রোগীর পরিবারবর্গ অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। হেনস্তা করেছেন। তাই এই বিষয়ে তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন।