ছাত্রী মৃত্যুর ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবি চাইলেন মৃত ছাত্রীর পরিবার ও পরিজনেরা।

0
31

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পতিরাম থানার বটুনগ্রাম পঞ্চায়েত এলাকার বংশীপুর আদিবাসী পাড়ার গ্যাজুয়েট ছাত্রী মৃত্যুর ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবি চাইলেন মৃত ছাত্রীর পরিবার ও পরিজনেরা। বিএ পাস ছাত্রী দিপীকা মুরমু মৃত্যুর রহস্য উদঘাটন করে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত ছাত্রী পরিবারের সাথে দেখা করেন আদিবাসী তৃনমূল কংগ্রেসের জেলার নেতৃত্বরা। বংশীপুর গ্রাম থেকে পরে ওসির সাথে দেখা করেন জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শুকলাল হাঁসদা। দুর্গা সরেন জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর এবং অন্যান্য আদিবাসী নেতারা । শুকলাল হাঁসদা বলেন অপরাধী যে দলেরই হোক না কেন দলমত নির্বিশেষে অপরাধের শাস্তির দাবি করছি। দুর্গা সরেন বলেন একদমই জঘন্যতম অপরাধ একজন গেজুয়েট ছাত্রীর এই মৃত্যুর ঘটনা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। প্রশাসনের কাছে দাবি রাখবো দ্রুত দীপিকা মুর্ম মৃত্যুর ঘটনা উদঘাটন করে দোষীদের ব্যবস্থা করা হোক। একই দাবি জানিয়েছেন জেলা পরিষদের আরেক সদস্য অশোক কৃষ্ণ কুঁজুর। মৃত্যু দীপিকা মুরমু মা সুরুজমনি টুডু বলেন যে গত সোমবার বৈকাল তিনটে নাগাদ আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। টোটো ধরে বাড়ি আসছে এমন কথা ফোনেও জানিয়েছিল। পরবর্তীতে তাহার সুইচ অফ থাকে। তিনি বলেন যে মঙ্গলবার সকালে মাদারগঞ্জ এলাকায় মেয়ের ঝুলন্ত মৃত্যু দেহ উদ্ধার করা হয়। তিনি জোরালো ভাষায় দাবী করে বলেন যে মেয়েকে খুন করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মেয়ে কখনো আত্মহত্যা করতে পারে না। তাহাকে মেরে ফেলা হয়েছে। কান্নায় ভেঙে পড়ে দীপিকা মুর্মুর মা সুরোজ মনি টু বলেন যে পুলিশ প্রশাসনের কাছে দাবি করব যে অপরাধীদের খুঁজে বের করে ফাঁসি দেওয়া হোক। নুন আনতে পান্তা ফুরায় এমন অসহায় পরিবারের চরম কষ্টে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু মুহূর্তের মধ্যে সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার আর ঘটনায় মানসিকভাবে বিপযস্ত বংশীপুর এই গ্রামের আদিবাসী পরিবারের সদস্যরা। দক্ষিণ দিনাজপুর জেলা পতিরাম থানার ওসি সৎকার সাঙ্গ জানিয়েছেন যে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে। পোসমাডাম রিপোর্ট হাতে পেলেই ঘটনার রহস্য অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে এমন ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে অপরাধীরা অনুমতি ছাড় পাবে না বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here