নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সামনেই কালীপুজো আর তাই সেজে উঠছে ফালাকাটা। আলিপুরদুয়ারের নানা প্রান্তের পাশাপাশি শ্যামাপুজো উপলক্ষে ফালাকাটাতে বিশেষ নজর থাকে জেলাবাসীর। নানা ধরনের থিমের পুজোয় নজর কারা আলোকসজ্জায় প্রতিবছরই লক্ষাধিক মানুষের ভিড় লক্ষ্য করা যায় কালীপুজোর কয়েকদিন। আর তাই প্রতিবছরই বিশেষ চমক দিতে পুজো উদ্যোক্তারা হাজির করেন নানা আকর্ষণীয় পুজোর থিম। ফালাকাটার কালীপুজো গুলির মধ্যে অন্যতম তরুণ দল। শহরের অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করে তরুণ দল। বর্তমানে জোরকদমেই চলছে প্যান্ডেল তৈরির কাজ। ৬৫ তম বর্ষে বিশেষ তাদের থিমে ‘যে যেখানে দাঁড়িয়ে।’ মূলত সমাজের বাস্তব বিষয় গুলিকে ফুটিয়ে তোলা হবে এই মন্ডপে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, একটি বিশাল বাজ পাখি ডানা মেলে থাকবে পুরো প্যান্ডেল জুড়ে। সমাজে একশ্রেণীর মানুষ আর্থিক অনটনে পিছিয়ে থাকে এবং একশ্রেণীর মানুষ অনেক প্রতিপত্তির আধিকারিক হয়ে সিংহাসনে খুব সহজেই পৌঁছে যায়। সেই পিছিয়ে পড়া মানুষের মনে সব কিছুই স্বপ্ন হয়েই থাকে যায়। এই ভাবনায় এবছরের পুজো প্যান্ডেল ফুটে উঠবে। এছাড়াও থাকছে নজরকাড়া আলোকসজ্জা। সব মিলিয়ে ফালাকাটায় এবার অন্যতম সেরা আকর্ষণীয় কালী পুজো হয়ে উঠতে চলেছে তরুণ দলের এই কালীপুজো।
ফালাকাটার কালীপুজো গুলির মধ্যে অন্যতম তরুণ দলের ৬৫ তম বর্ষে বিশেষ তাদের থিমে ‘যে যেখানে দাঁড়িয়ে।’












Leave a Reply