আবদুল হাই, বাঁকুড়াঃ চা খেলেই পাবেন মাটির প্রদীপ, আর যা কাজে লাগবে দীপাবলিতে। হ্যাঁ ঠিকই শুনছেন। কিন্তু আপনাকে চা খেতে যেতে হবে শুভেন্দুর খারাপ চায়ের দোকানে। চমকে গেলেন! দোকানের নাম খারাপ হলেও কিন্তু মন মাতানো চায়ের স্বাদ। দীপাবলীর আগে সেই চায়ের স্বাদ পেতে মাটির ভাড়ে চুমুক দিলেই মিলবে দীপাবলীর মাটির প্রদীপ।
নিজের চায়ের দোকানের অভিনব নামকরণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বাঁকুড়ার ছাতনার দুবরাজপুর মোড়ের খারাপ চা’য়ের দোকানের মালিক শুভেন্দু। এবার তার দোকানে চা খেলেই উপহারস্বরূপ একটি মাটির প্রদীপ তুলে দেয়া হচ্ছে চা প্রেমীদের। চায়ের সাথে প্রদীপ উপহার পেতে ভিড় জমছে খারাপ চা’য়ের দোকানে। ঝলমলে টুনি লাইটের ভিড়ে মাটির প্রদীপের আলোর শুদ্ধতা ফিরিয়ে দিতেই এমনই উদ্যোগ বলে জানিয়েছেন সংস্কৃত অনার্স, ডি.এল.এড ডিগ্রিধারী শুভেন্দু চ্যাটার্জী। যাবেন নাকি খারাপ চা’য়ের দোকানে মাটির ভাড়ে চা খেতে ? তবে চা খেলে মাটির প্রদীপ উপহার নিতে ভুলবেন না কিন্তু।