মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকিং, এবং মাঝ সমুদ্রে রয়েছে যে সমস্ত টলারগুলো রয়েছে তাদের দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে।

0
82

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে, এবার ঘূর্ণিঝড় ডানা- র প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানা যায় হাওয়া অফিসের রিপোর্টে। হাওয়া অফিস রিপোর্ট এ জানা যায় দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণবাত রবিবার সৃষ্টি হয়েছে চলেছে। এই ঘূর্ণবাত মঙ্গল বারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। কালীপুজোর আগে ডানার ঝাপট পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় সমস্ত বিডিও ও এসডিও দের সঙ্গে করা হয়েছে বৈঠক, সমস্ত জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। নজরদারি করা হবে উপকূলবর্তী এলাকায় বাঁধ গুলিতে। পাশাপাশি মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকিং, এবং মাঝ সমুদ্রে রয়েছে যে সমস্ত টলারগুলো রয়েছে তাদের দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে। অপরদিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান এই দীঘা গতকালের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞ জারি করা হবে কিনা তা জানানো হবে। সমস্ত দিক থেকে ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এমনটাই জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here