জটেশ্বরে উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে প্রায় ৩০০ পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে বসেছে বলে জানা গিয়েছে পর্ষদ সূত্রে।

0
164

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে জটেশ্বরে। গত সোমবার থেকে এই বৃত্তি পরীক্ষা শুরু হয়।ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের এই বৃত্তি পরীক্ষা চলছে। জানা গিয়েছে, পাঁচ দিন ব্যাপী এই পরীক্ষা চলবে।জটেশ্বরে উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে প্রায় ৩০০ পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে বসেছে বলে জানা গিয়েছে পর্ষদ সূত্রে। এদিন উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য ও মুখ্য আয়োজক রাজু পাল, চন্দন বিশ্বাস, ছিলেন সদস্য মিঠুন চক্রবর্তী, নেপাল সরকার, নন্দনলাল সরকার, বিকাশ পাল প্রমুখ।এদিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here