দীঘা সহ উপকূলবর্তী এলাকা পরিদর্শনে এলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।

0
87

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় হাই এলার্ট জারি করা হয়েছে। তাজপুর,শংকরপুর,দীঘা সহ উপকূলবর্তী এলাকা পরিদর্শনে এলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সহ এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের সরানো হয়েছে সমুদ্রের বীজ থেকে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে কোন যাতে সমস্যা না ঘটে তার জন্য প্রায় ৫০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে। নিচু এলাকার মানুষজন আশ্রয় নিয়েছে স্কুল ঘরে ও ফ্লাট সেন্টারগুলোতে। মৎস্যজীবীদের যাতে কোন রকম সমস্যা না হয় বঙ্গপোগুলো ভর্তি এলাকায় সমস্ত ট্রলার ফিরে এসেছে কিনা তা খোঁজ নেওয়ার জন্য আসেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তিনি বার্তা দেন সমস্ত ট্রলার ফিরে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here