নিজস্ব সংবাদদাতা, মালদা:—আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খাটিয়ায় করে রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম। বেহাল রাস্তা রোগীকে চিকিৎসা করাতে নিয়ে যেতে এক মাত্র ভরসা খাটিয়া এমনি ভিডিও ঘিরে নিন্দার ঝড় উঠেছে। হবিবপুর ব্লকের হবিবপুর গ্রামপঞ্চায়েত,মেসতোর পাড়া এলাকায়।এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের।প্রায় হাপকিলোমিটার মাটির রাস্তা বর্ষাকালে চলাচলের অযোগ্য ।অল্প বৃষ্টি হলেই সমস্যা পরতে হয় এলাকাবাসী সহ বিভিন্ন এলাকার। মানুষকে। যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করো হচ্ছে দায়। খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। কারণ অ্যাম্বুলেন্স ঢোকার কোনও উপায় নেই।এদিকে রাস্তার এই বেহাল দশা। রোগীকে নিয়ে যাওয়ার ভিডিও দেখা গিয়েছে কি ভাবে নিয়ে যাওয়া হছে রোগীকে।সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাটি ঘটেছে মালদহের, হবিবপুর গ্রাম পঞ্চায়েতের মিস্তোরপাড়া এলাকায় । শনিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা কানু হেমব্রম নামে এক ব্যক্তি।সেই পরিস্থিতিতে পরিবারের লোকেরা কিছু ব্যবস্থা না পেয়ে চিন্তায় পড়ে পরিবারের লোকজন । অসহ্য পেটে যন্ত্রণা শুরু হলে তাঁকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টোটো চালকে ফোন করে পরিবারের সদস্যরা টোটো চালরা জানান রাস্তা নেই এছাড়াও রাস্তায় কাদা এবং ইলেকট্রিক না থাকার জন্য চার্জ নেই ।অনেক অজুহাতের পরেও টোটো চালকেরা জানান রাস্তার বেহাল অবস্থার কারণে ওই গ্রামে যেতে কেউ রাজি হয়নি। তাই ব্যাক্তিগ বুদ্ধি খাটিয়ে নিজেরা,খাটিয়ায় করে ওই প্রৌঢ়কে চিকিৎসকের কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা।আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনদিনই এই এলাকায় রাস্তা হয়নি।বার বার গ্রাম পঞ্চায়েত থেকে, ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানিও কোন কাজ হয়নি এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। ফলে, গ্রামে অ্যাম্বুলেন্স তো দূর আস্ত টোটো পর্যন্ত ঢুকতে চায় না। তাই রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় খাটিয়ায় করে।এমনিই ছবি গত বছর রোগীকে খাটিয়ায় করে নিয়ে যাওয়ার ছবি দেখা গিয়েছিল বামনগোলায়।সেই রোগীর মৃত্যু হয়েছিল।বেহাল রাস্তার কারণে সেখানেও ঢোকেনি কোন যানবাহন। তারপর আবার সামনে এল হবিবপুরের মিস্তোর পাড়ার। এমনি ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে ।