আসামে অনুষ্ঠিত ঐতিহাসিক সার্ক সাহিত্য মহাসম্মেলনে প্রধান বক্তা ড. মহীতোষ গায়েন,পশ্চিমবঙ্গের তিনি এবং আরো ৩/৪ জন লেখক,গবেষক এবার পাচ্ছেন স্বর্ণপদক।

0
23

সরোজ উপাধ্যায়, পশ্চিমবঙ্গ:-  আগামী ২ ও ৩ নভেম্বর,২০২২৪ আসামের করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক সার্ক আন্তর্জাতিক মহাসম্মেলন। আয়োজক বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ।যার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবী,কবি এবং বরাকের মহারাজা উপাধিতে ভূষিত নীহার রঞ্জন দেবনাথ। আয়োজক কমিটির সম্পাদক বিশিষ্ট লেখক বিষ্ণুপদ দাস।এই সম্মেলনে বিভিন্ন দেশ ও রাজ্য থেকে অতিথি,গুণীজন সহ উপস্থিত হচ্ছেন বহু খ্যাতনামা লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, এবং উদীয়মান, লেখক, সাহিত্যিক কবি ও সাংবাদিক, গবেষক, ইতিহাসবিদ সহ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রায় ৬শতাধিক প্রতিনিধি।

এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক,গবেষক ও সম্পাদক,সুবক্তা অধ্যাপক
ড. মহীতোষ গায়েন। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক, মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার সহ সম্পাদক ও ইতিহাস গবেষক ড. অর্ণব দত্ত , সম্পাদক তথা বিশিষ্ট লেখক সুরজিৎ কোলে এবং সহ সভাপতি তথা বিশিষ্ট লেখক ড. সহদেব দলুই, বর্ধমান বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও ইতিহাস গবেষক ড.সর্বজিৎ যশ প্রমুখ ।
কর্ণধার নীহার রঞ্জন দেবনাথ বলেন, আমাদের লক্ষ্য সাহিত্য ও সংস্কৃতির প্রসারের পাশাপাশি আসামের বরাক উপত্যকার সামুদায়িক উন্নয়ন ও বাংলাভাষার প্রসার,তার সাথে দরিদ্র কল্যাণ ও সমাজসেবার মধ্য দিয়ে সামাজিক উন্নয়ন। উক্ত দুই দিন ব্যাপী অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, বাংলা ভাষার প্রসার,সাহিত্য -সংস্কৃতি বিষয়ক আলোচনা,কবিতা পাঠ,সাহিত্য ,সংস্কৃতি, ইতিহাস বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই ঐতিহাসিক সার্ক সাহিত্য মহাসম্মেলনে এবছর ইতিহাস চর্চা,গবেষণা,গণ-ব্যক্তিত্ব ও বিশিষ্ট অধ্যাপকের স্বীকৃতিস্বরূপ “নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এওয়ার্ড গোল্ড মেডেল” পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক,সম্পাদক, ইতিহাস ও সাহিত্য গবেষক কলকাতার সিটি কলেজের উপাধ্যক্ষ ও ইতিহাসের বিভাগীয় প্রধান ড. মহীতোষ গায়েন,এছাড়া মায়ারাণী আন্তর্জাতিক এওয়ার্ড গোল্ড মেডেল পাচ্ছেন হাওড়ার বাগনান নিবাসী বিশিষ্ট লেখক,ইতিহাস গবেষক ও সম্পাদক ড. অর্ণব দত্ত, হাওড়ার বামনগাছি নিবাসী বিশিষ্ট লেখক, গবেষক ও সম্পাদক ড. সহদেব দলুই,সালকিয়া নিবাসী বিশিষ্ট লেখক ও সম্পাদক
ড. সুরজিৎ কোলে। এছাড়া আরো কয়েকজন গোল্ড মেডেল পাবেন বলে জানা গেছে।এই বিশিষ্টজনদের হাতে স্বর্ণপদক তুলে দেবেন আসামের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার জননী মৃণালিনীদেবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here