নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পাকা রাস্তার দাবিতে মালদা জেলা পরিষদের কর্মদক্ষের বাড়ির সামনে বিক্ষোভ।মদনাবতী অঞ্চলের হরিশংকরপুর এলাকার মহিলারা । বুধবার সকালে মালদার বামনগোলা ব্লকের,, মদনাবতী গ্রাম পঞ্চায়েতের হরিশংকরপুর গ্রামে মহিলারা রাস্তার দাবী জানিয়ে সাত সকালে জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুইদাস এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে হাতে প্ল্যাকার্ড নিয়ে লেখা রয়েছে। রাস্তা চাই হরিশংকরপুর থেকে জামাই পাড়া পর্যন্ত রাস্তা খারাপ।সেই রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মহিলারা।ঘন্টাখানেক কর্মদক্ষের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। যদিও পরে মালদা জেলা পরিষদের তৃণমূলের কর্মদক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা ফিরে আসে। গ্রামবাসীরা বলেন রাস্তার জন্য বহুদিন ধরে বিভিন্ন জায়গায় যাওয়া সত্ত্বেও রাস্তা না হওয়াই আজ কর্মদক্ষের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। আমরা বিজেপি কংগ্রেস সিপিএম কোন পার্টির হয়ে আসেনি রাস্তার দাবিতে কর্মদক্ষের বাড়িতে এসেছি দেখা করতে।