রহস্যজনক মৃত্যু শুভায়ন হোমে !

0
213

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের সরকারি আবাসিক হোম “শুভায়ন”-এ নবম শ্রেণির ছাত্র বিনয় রায় দাসের অকালমৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শহর লাগোয়া হোসেনপুরে অবস্থিত এই হোমে ছোটবেলাতেই আশ্রয় পেয়েছিল বিনয়। বাবা-মা বা কোনো নিকট আত্মীয় না থাকায় হোমের বাসিন্দারাই ছিল তার পরিবার। বুধবার সন্ধ্যায়, হোমের বাথরুম থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, কয়েকদিন ধরেই হোমের অন্য আবাসিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল বিনয়। তবে হোম কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি, বরং ঘটনাকে আত্মহত্যা হিসাবেই দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ। বিনয়ের বেশকিছু সহপাঠীরা এ ঘটনাকে ঘিরে সন্দেহ প্রকাশ করছেন। আবাসিকদের সাথে চলতে থাকা সেই বিতর্কই কি শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতিতে পৌঁছল, নাকি এটা নিছকই একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এ নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে, বালুরঘাট থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে হোমের অন্যান্য আবাসিকদের সাথে কথোপকথন চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা হিসেবে দেখা হলেও, স্থানীয় বাসিন্দারা নিশ্চিত হতে চাইছেন যে, বিনয় কোনো হুমকির সম্মুখীন হয়েছিল কি না। তবে বিনয়ের মৃত্যু আদৌ আত্মহত্যা, নাকি ঘটনার পেছনে রয়েছে কোনও গভীর রহস্য, তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে নাবালকের এহেন মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো এলাকায়। হোম কর্তৃপক্ষের গোপনীয়তায় আরও সন্দেহ বাড়াচ্ছে ঘটনার গতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here