গাছেদের দীর্ঘায়ু কামনা করে আর ফোঁটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা ।

0
47

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  অভিনব ভাইফোঁটার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারের মানুষ।হিন্দু সমাজে বোনেরা আজকের এই বিশেষ দিনে ভাই, দাদাদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে। ভাই কিংবা দাদা বোনকে দেয় নিরাপত্তার আশ্বাস।
আজকের বিশেষ দিনের, বিশেষ শুভ লগ্নে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে ভাইফোঁটা পালন হল তবে ভাই কিংবা দাদার কপালে নয়, গাছেদের ফোঁটা দিয়ে সমাজ সচেতনতার বার্তা সবার কাছে পৌঁছে দিল দুই ছাত্রী । রাস্তার ধারে ধারে গাছে গাছে পেরেক ঠুকে লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুন সহ নানা ধরনের বিজ্ঞাপনে গাছ প্রায় ঢেলে যাচ্ছে। রাস্তার পাশে গাছ গুলো আমাদের অকৃত্রিম বন্ধু হলেও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বিজ্ঞাপনদাতাদের নিষ্ঠুরতার শিকার হচ্ছে।তাই সকলকে সচেতনতার বার্তা দিতে গাছে ভাইফোঁটা দেয় দুই ছাত্রী রুপলেখা বাগলী ও সোনালী নন্দী।গাছেদের দীর্ঘায়ু কামনা করে আর ফোঁটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিল ।

গাছেদের বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালো এই দুই ছাত্রী। পরিবেশ সম্পর্কে দুই ছাত্রীর এই সচেতনতা দেখে মুগ্ধ এলাকার পরিবেশ প্রেমীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here