দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভাইফোঁটার আনন্দ উৎসব। বর্তমান সময়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ছট পুজোর। বিভিন্ন সামগ্রী বিক্রি হতে শুরু করেছে জেলার বিভিন্ন বাজারে। এই সামগ্রীগুলির মধ্যে অন্যতম হলো বাঁশের কুলো। যা একটি অন্যতম প্রয়োজনীয় সামগ্রী এই পুজোর। ছট পুজোয় এই বাঁশের কুলোর মধ্যে দেবতাকে ভোগ সাজিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই নিয়ম চলে আসছে এই পুজোর ক্ষেত্রে। তাইতো এই পুজো এলেই কদর বাড়ে বাঁশের কুলোর।কিংন্তু সময়ের সাথে সাথে সেই বাশের কুলোর জায়গা দখল করে নিয়েছে পেতল বা কাসার কুলো।যার ফলে এই শিল্পের সাথে যুক্তরা যারা সারা বছর এই ছট পুজার দিকেচেয়ে দিনরাত এক করে দুটি পয়সা বাড়তি আয়ের লক্ষে কুলো তৌরী করে বাজার জাত করে থাকেন। বিক্রি বাট্টা তেমন না হওয়ার কারনে দের রুটি রুজিতে টান পড়েছে।বিক্রি নেই বললেই চলে।যার ফলে প্রভুত ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের বলে তারা অভিযোগ জানিয়েছে। তাদের সরকার যদি তাদের এই শিল্পকে বাচিয়ে রাখার ব্যবস্থা না করে তবে তাদের আর এই শিল্পকে বাচিয়ে রাখা সম্ভবপর হবে না।