ভীমপুর বিওপির শ্রীরামপুর এলাকায় তিনটি সোনার বিস্কুট, দুটি মোবাইল ফোন ও ভারতীয় নগদ অর্থ সহ আটক হয় সঞ্জয় কুমার মন্ডল নামে এক ভারতীয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভীমপুর BOP এলাকায় বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট পাচার করার অভিযোগে এক ভারতীয়কে আটক করলো BSF, ঘটনায় চাঞ্চল্য সীমান্ত এলাকায়। জানা গেছে, এদিন অর্থাৎ মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ ভীমপুর বিওপির শ্রীরামপুর এলাকায় তিনটি সোনার বিস্কুট, দুটি মোবাইল ফোন ও ভারতীয় নগদ অর্থ সহ আটক হয় সঞ্জয় কুমার মন্ডল নামে এক ভারতীয়।
বাঁ পায়ে সেলোটিপের মধ্যে এই সোনার বিস্কুট পার করা হচ্ছিল বলে বিএসএফ সূত্রে জানা যায়। তিনটি সোনার বিস্কুটের ওজন প্রায় ৩৫০ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ ৩৬ হাজার ৩৯৬ টাকা নয় পয়সা। দুটি মোবাইল ফোন যার আনুমানিক বাজার মূল্য ৬০০০ টাকা ও নগদ 110 টাকা উদ্ধার করে 61 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জুয়ানরা। সর্বমোট ২৮ লক্ষ ৪৩ হাজার ৬ টাকা ৯ পয়সার দ্রব্য বাজেয়াপ্ত করে BSF, যাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরবর্তী পদক্ষেপ সরকারি আইন মেনে বিএসএফ গ্রহণ করবে বলে সূত্রের খবর । পাশাপাশি সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখছে 61 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান। শুধু তাই নয় এই ঘটনায় কারা কারা যুক্ত আছে সে বিষয়ে তদন্ত করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *