নিজস্ব সংবাদদাতা, বুনিয়াদপুর :- দীর্ঘ দুদফায় বুনিয়াদপুর পুরসভায় তৃনমুল ক্ষমতায় থাকলেও কয়েকটি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থ্যা ও রাস্তার হাল বেহাল ছিল।কিন্তু সেই নিকাশি ব্যবস্থা ও রাস্তার হাল ফেরাতে এবার কোমর কষে আসরে নামল মেয়াদ উর্তীন তৃনমুলের পর সরকার মনোনিত পুর প্রশাসক।
বুনিয়াদপুর পুরসভার ১৪ টি ওয়ার্ড তার মধ্যে বেশ কিছু ওয়ার্ডের হাল বিগত পুরসভার ক্ষমতায় থাকাকালীন তৃনমুল পরিচালিত চেয়ারম্যান ফেরানোর জোরদার চেষ্টা চালালেও ৩ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি ওয়ার্ডে নানা প্রতিবন্ধকতার দরুন নিকাশি ও চলাচলের রাস্তার কাজ করে উঠতে পারে নি। সেই অসামপ্ত কাজ তৃনমুল শাসিত রাজ্য সরকারের নির্দেশে মাত্র সাত মাস আগে পুরপ্রশাসক হিসেবে কাজে যোগ দিয়েই সমাপ্ত করার সংকল্প নিয়ে শুরু করে দিয়েছেন।
পুরপ্রশাসক জানিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্রের নির্দেশে এই কাজে হাত দেওয়া হয়েছে। পাশাপাশি পুরনাগরিকদের পুরুধিকারের যাবতীয় স্বচ্ছন্দের প্রতি নজর দেওয়া হয়েছে। এছাড়াও পুরনাগরিকদের অভাব অভিযোগ যথা সময়ে শুনে তা পুরন করবার ব্যাপারে তার পুরপ্রশাসক কার্য্যকালে জোর দেওয়া হয়েছে। যাতে সরকারি প্রকল্প গুলির সুবিধে যথা যোগ্য পুর নাগরিকরা পেয়ে থাকেন সে ব্যাপারেও তিনি কড়া পদক্ষেপ গ্রহন করেছেন।