নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী ও দ্বারকেশ্বর নদীর ঘাটে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করে পূজা শুরু করলেন ব্রতীরা। বাঁকুড়া শহরের সতীঘাট, লোকপুর ও দ্বারকেশ্বর নদী ঘাটে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করে নিজ নিজ মনোবাঞ্ছা নিয়ে।সেই উৎসব দেখতে ভক্তদের ভিড়ছিল চোখে পড়ার মতো।বাঁকুড়া পৌর প্রশাসন ও ট্রাফিক পুলিশের ছট উৎসবে বিশেষ নজর ছিল যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। সতীঘাটে ঘাটে চা-পানির ব্যবস্থা করা হয় ছট পূজা কমিটির পক্ষ থেকে।গন্ধেশ্বরী ছট পূজা কমিটির তত্ত্বাবধানে পুরো নদীর ঘাট সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয় দর্শনার্থীদের জন্য ।বর্তমানে বাঁকুড়াতেও ছট পূজা একটি উৎসবের রূপ নিয়েছে । এ বিষয়ে পূজা কমিটির সদস্য দিলীপ আগরওয়াল জানান যে হিন্দী ভাষী সম্প্রদায়ের মানুষ সূর্য্য দেবতার পূজা করে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য যা তারা যুগ যুগ ধরে পালন করে আসছে। বর্তমানে এই উৎসবে বাঙালিরাও সামিল হচ্ছে আর তাতে এই উৎসবের রূপ যেন বেড়ে অনেক বেশি।