রাজ্যের সংখ্যালঘু মানুষ বিজেপি র ভোটার নন, তাঁরা মোদীজি র পাঠানো ভ্যাকসিন নেবেন , বাড়ি নেবেন , উজলা গ্যাস সহ সমস্ত সুযোগ সুবিধা নেবেন তবু ভোট দেবেন না : শুভেন্দু অধিকারী।

0
31

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর বিজেপি জেলা কার্যালয়ে আসেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
ভোটের ফলাফল নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান , রাজ্যের সংখ্যালঘু মানুষ বিজেপি র ভোটার নন। তাঁরা মোদীজি র পাঠানো ভ্যাকসিন নেবেন , বাড়ি নেবেন , উজলা গ্যাস সহ সমস্ত সুযোগ সুবিধা নেবেন তবু ভোট দেবেন না। কারন , তাঁদের কাছে বিজেপি জয় শ্রীরামের পার্টি। কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের ৬ টি উপ নির্বাচন হলেও বিজেপি যে খুশি নয় তা জানিয়ে জানান,কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে স্থানীয় পুলিশ প্রশাসন।
সব বুথে বিজেপি পোলিং এজেন্ট বসাতে পারবে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান , যদি ভোটের দিন বিজেপির কোনো কার্যকর্তা আক্রান্ত হন তবে কয়েকশ বিজেপি কর্মী চন্দ্রকোনা রোড , ডেবরা , খড়গপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবেন ।

এই আসনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে এদিন তিনি মেদিনীপুর শহরে মিছিল করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিছিল অবৈধ । এর কোনো অনুমতি নেওয়া হয় নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here