দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছট পুজো উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ তথা জেলার পশ্চিমা, মারোয়ারী ধর্মের মানুষ মাতলেন ছট পুজোয়।এই পুজো মুলত করে থাকেন ননবেংগলীরা।এই ছটপুজো মুলত সূর্যপূজা। মারওয়ারি,পশ্চিমা মানুষ এই পুজো করে থাকেন।
সারা দিন উপবাস থেকে ননবেংগলীরা উপবাস করে থেকে সূর্য ডোবার পরি ডালা সাজিয়ে পাড়ি দেন নদীর ঘাটের উদ্দেশ্যে। সেখানে গলাজলে নেমে সূর্যের দিকে মুখ করে থেকে সূর্য ডোবা পর্যন্ত দাড়িয়ে আরাধনা করেন তারা।এই পুজো চলে দুই দিন ধরে। পরদিন সুর্য ওঠার আগেই হাজির হয় নদীর ঘাটে।
এরকম ই দৃশ্য দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।
নদীর ঘাটে এবছর উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল। এছাড়া পুলিশের বিশাল পুলিশ বাহিনী, সিভিল ডিফেন্স এর কর্মী রা।যাতে নদীর ঘাটে কোনো অপ্রিতি ঘটনা নাঘটে।