দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা এবং পেশায় স্কুল শিক্ষক সুকান্ত চক্রবর্তী (৩৭) গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে থানায় অভিযোগের পর, অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশের নওগা জেলার আত্রেয়ী নদী থেকে এক মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছবি দেখে শনাক্ত হওয়ার পর শুক্রবার ভাতশালা সীমান্তে বিএসএফ-বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। বালুরঘাট থানার পুলিশ কর্মকর্তারাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।
পরিবারের দাবী, সুকান্ত চক্রবর্তীর মৃত্যুর পিছনে রয়েছে অবৈধ সুদ ব্যবসায়ীদের ষড়যন্ত্র। পরিবার সূত্রে জানা গেছে, বাংলাদেশে ময়নাতদন্ত হয়েছে মৃতদেহের, যদিও রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা দোষীদের শাস্তির দাবি তুলেছেন এবং ঘটনার সঠিক তদন্তের অনুরোধ জানিয়েছেন।