তমলুক নগর মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরী, বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক, শবরী চক্রবর্তী সহ দশ জনের একটি প্রতিনিধি দল তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের কাছে দেখা করেন।

0
250

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– ২০১৯ সালে লোকসভার নির্বাচনের পরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সাংসদ তহবিলের কোন টাকায় উন্নয়ন খাতে ব্যবহার হয়নি তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের । তমলুক সাংসদ তহবিলের টাকায় তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে যাতে লাগে সেই কারণে তমলুক নগর মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরী, বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক, শবরী চক্রবর্তী সহ দশ জনের একটি প্রতিনিধি দল তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের কাছে দেখা করেন। বিজেপির প্রতিনিধি দল চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে অনুরোধ করেন যাতে তমলুকের সংসদ তহবিলের টাকায় পৌরসভায় এলাকায় উন্নয়ন হয়। তমলুকের সাংসদ তৃণমূল দলে থাকলেও তৃণমূলের কোনো কর্মসূচিতেই দেখা যায়নি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং কাঁথির সাংসদ শিশির অধিকারী দুজনেই কার্যত তৃণমূল দলের থেকে বিচ্ছিন্ন। রাজনৈতিক তরজার মধ্যে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় সাংসদ তহবিলের টাকায় উন্নয়ন হয় কিনা এখন সেটাই দেখার বিষয়। যদিও বিজেপির প্রতিনিধি দল লিখিত আবেদন না করে সৌজন্য মূলক দেখা করে প্রস্তাব দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here