ছাতনার এক ছোট্ট মেয়ে সৌরসীনির জন্মদিন উপলক্ষে অভিনব আয়োজন করলো তার বাবা রানা দত্ত ও তার মা পায়েল দত্ত।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বিদ্যালয়ে মিড ডে মিল টাইমে ভাত সবজি ডাল, মাছ অথবা মাংস এসব খেয়েই অভ্যস্ত পড়ুয়ারা। এবার মিড ডে মিলের টেবিলে এই প্রথম বিরিয়ানি চেখে দেখল ছাতনার বনকাটি বাউরি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু কেন এই আয়োজন ? আসলে, ছাতনার এক ছোট্ট মেয়ে সৌরসীনির জন্মদিন উপলক্ষেই এ আয়োজন করলো তার বাবা রানা দত্ত ও তার মা পায়েল দত্ত। বাড়ির ছোট্ট মেয়ের প্রথম জন্মদিন উদযাপন এইভাবেই পালন করতে চেয়েছিলেন সৌরসীনির দাদু স্বপন দত্ত। তার পর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের খাওয়া-দাওয়ার ব্যাপারে কথা বলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে। এর পরেই আয়োজন হয় এই তিথি ভোজনের। বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে নিয়ে কেক কাটে এই একরত্তি। তারপর চলে বিরিয়ানির ভুরিভোজ। এ প্রসঙ্গে বনকাটি বাউরি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি নারায়ন মন্ডল বলেন একজন বাচ্চার জন্মদিন উপলক্ষে আজ তিথিভোজনের আয়োজন হয়েছিল এবং বিরিয়ানি খাওয়ানো হয়েছে বাচ্চাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *