মালদহের গাজোলে দু’দিন ব্যাপী জয় জোহার মেলা শুরু।

0
158

নিজস্ব সংবাদদাতা, মালদা : —বুধবার দুপুর ১২টা থেকে মালদহের গাজোলে দু’দিন ব্যাপী জয় জোহার মেলা শুরু হল। এদিন ব্লক ক্যাম্পাসে অন্নদাশঙ্কর সদনে অনুষ্ঠানে সূচনা হয় , একটি শুভযাত্রা রেলির মধ্য দিয়ে আদিবাসী ছাত্র-ছাত্রীদের কে নিয়ে গাজোলের স্থানীয় এলাকা দিয়ে রেলি করে এসে বিডিও অফিস প্রাঙ্গনে কি করেন। এরপর বিরসা মুন্ডার প্রতি ছবিতে পুষ্পে দিয়ে শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, কাজল ব্লক সকল কর্মদক্ষ, সহ অন্যান্যরা। এদিন আদিবাসী গুণীজনদের সংবর্ধনা , উপভোক্তদের সরকারি সুবিধা প্রদান, জমি স্বাক্ষরতা বিষয়ক আলোচনা হয়। জানা গিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার শেষ দিনে আদিবাসীদের নিয়ে ফুটবল, তীরন্দাজি, বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও ভূমি দপ্তরের পক্ষে থেকে পাট্টা বিলি, মুরগির ছানা বিতরণ, কৃষি দপ্তর থেকে শস্য বীজ বিতরণ, মৎস্যজীবী থেকে মৎস্য ক্রেডিট কার্ড বিতরণ, ছাত্র-ছাত্রীদের এসি সার্টিফিকেট প্রদান, আদিবাসী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খেলার সামগ্রীও দিয়ে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here