পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের রমনা বাগান চিড়িয়াখানা। প্রতিনিয়তই শিশু থেকে বয়স্ক সবাই প্রায় রমনা বাগানের যে চিড়িয়াখানা সেটি দেখতে আসেন। সেটিকে আরও বেশি পরিমাণে উন্নতর চিড়িয়াখানায় পরিণত করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বর্ধমান শহরের রমনা বাগানে পরিদর্শনে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি রমনা বাগানটি ঘুরে দেখেন এবং এটিকে আরও উন্নত তর করে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করতে বলেন। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার নিশা গোস্বামী এবং বনদপ্তরে আধিকারিকরাবৃন্দ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বর্ধমান শহরের এই রমনা বাগানে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে এটিকে আরও উন্নত তর করে তোলার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আলিপুর চিড়িয়াখানা কে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে খানিকটা সেভাবেই সাজিয়ে তোলা হবে রমনা বাগান চিড়িয়াখানা। এখানে নিয়ে আসা হবে বাঘ,সিংহ,হিপ্পো, রাইনো এবং পাশাপাশি একটি ডিয়ার পার্ক তৈরি করা হবে। রাজ্যের যে কটি চিড়িয়াখানা রয়েছে সেগুলি উন্নততর ব্যবস্থার পাশাপাশি এই চিড়িয়াখানা কেউ সাজিয়ে তোলা হবে।
Leave a Reply