রাজ্য তথা দেশ জুড়ে অঘোষিত হলেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল।


নবদ্বীপ, নিজস্ব সংবাদদাতা :- সম্প্রতি সমাপ্ত হয়েছে পঞ্চায়েত নির্বাচন, যেখানে রাজ্যে বিজেপি বেশ কিছু এলাকায় পঞ্চায়েত দখল করেছে ও আসন সংখ্যা বৃদ্ধি করেছে।

এমতাবস্থায় রাজ্য তথা দেশ জুড়ে অঘোষিত হলেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল।

বীগত দিনের ভুল ও খামতি গুলোকে পুনরাবৃত্তি না করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক কর্মসূচীও নিতে দেখা গেছে এ রাজ্যে শাসক বিরোধী সব শিবিরেই।


আর রবিবার নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় শহর বিজেপি উত্তর মন্ডলের উদ্যোগে এক দলীয় কার্যলয় উদ্বোধনের আয়োজন করে।

সেখনে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিন বিজেপি জেলা সভাপতি তথা বিধায়ক পার্থ সারথি চ্যাটার্জি, এছাড়াও এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার নেতৃত্ব অপর্না নন্দি,সহ জেলা ও স্থানীয় একাধিক নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক।

সেখানেই বক্তব্যে কর্মী ও স্থানীয় নেতৃত্বদের উদ্দেশ্যে পার্থ সারথি চ্যাটার্জি বলেন এখন থেকেই লোকসভা নির্বাচনের জন্য পোলিং ও কাউন্টিং এজেন্ট বেছে তাদের রাজনৈতিক ভাবে প্রশিক্ষন দিতে,
পাশাপাশি তিনি আরও বলেন বীগত বিধান সভা ও পঞ্চায়েতে আমাদের এটার কিছুটা অভাব ছিল, তবে এবার যাতে এ বিষয়ে কোন ঘার্তি না থাকে সে দিকটিতে বিশেষ নজর দিতে হবে।

উল্লেখ থাকে বিজেপির নবদ্বীপ বিধান সভা এলাকা পূর্বে নদীয়া উত্তরের অন্তর্ভুক্ত ছিল, পঞ্চায়েত নির্বাচনের পর যা নদীয়া দক্ষিনের অন্তর্ভুক্ত করা হয়, আর জেলা সভাপতির দায়িত্ব পাবার পর নবদ্বীপ শহরের বুকে এক নতুন দলীয় কার্যালয় উদ্বোধন হওয়া যে আগামী দিনে কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন জোগাবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *