নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতির দলের তাণ্ডব অব্যাহত। গতকাল রাতে লতাবাড়ি বিভিন্ন এলাকায় হাতির দল তান্ডব চালিয়ে তিনটি টি ঘর, একটি দোকান ও স্কুল ক্ষতিগ্রস্ত করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কাল অর্থাৎ সোমবার রাতে বুনো হাতির ওই দলটি প্রথমে উত্তর লতাবাড়ি এলাকায় ঢুকে একটি বাড়িতে তান্ডব চালায় তছনছ করে দেয় ঘরে ভিতরে থাকা জিনিসপত্র। এছাড়াও ওই এলাকার এক এসএসকে স্কুলও ক্ষতিগ্রস্ত করে হাতির দলটি। এছাড়া এলাকায় আরো দুটি ঘরে হামলা চালায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। তারপর ওই হাতির দলটি হ্যামিলটনগঞ্জের রবীন্দ্রনগর এলাকায় ঢুকে পড়ে, এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হরিশ সরকারের দোকানে হানা দিয়ে দোকান চুরমার করে দেয়। দোকানে রাখা সমস্ত খাদ্য সামগ্রী নিমিষে খেয়ে সবার করে দেয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
সোমবার রাতে বুনো হাতির একটি দল উত্তর লতাবাড়ি এলাকায় ঢুকে একটি বাড়িতে তান্ডব চালায় তছনছ করে দেয় ঘরে ভিতরে থাকা জিনিসপত্র।

Leave a Reply