শুরু হতে যাচ্ছে ৫২ তম ঊরুষের মেলা সৈয়দ শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহের স্মৃতি স্মরণে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদার হরিশ্চন্দ্রপুরে পীর হজরত সৈয়দ শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহের স্মৃতি স্মরণে হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে ৬ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ৫২ তম ঊরুষের মেলা। ৬ ও ৭ ডিসেম্বর দুইদিন ধরে চলবে মেলা। ১৯৭২ সাল থেকে হয়ে আসছে এই মেলা বলে জানান ঊরুষ কমিটি। মালদহ জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে অসংখ্য মানুষ এই মেলায় আসেন। মেলাকে ঘিরে দুইদিন ধরে চলে কাওয়ালী প্রতিযোগিতা। এবছর কাওয়ালী প্রতিযোগিতায় থাকছে খ্যাতনামা গুজরাট আমেদাবাদ থেকে আগত আনিস নবাব ও উত্তর প্রদেশ মুজাফফর নগর থেকে আগত আসলাম আকরাম সাবরি। ঊরুষ কমিটির সভাপতি গোলাম মর্তুজা বলেন, এবছর মেলার মূল আকর্ষণ হচ্ছে দেশ-বিদেশ খ্যাতনামা কাওয়াল আনিস নবাব ও আসলাম আকরাম সাবরি দুই কাওয়াল দলের প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *