বাংলাদেশের পরিস্থিতি নিয়েও এই রাজ্যকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এই রাজ্যে বহু কেলেঙ্কারি হয়েছে, বহু দুর্নীতি হয়েছে, তাই এর তদন্ত হওয়া উচিত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, অন্যদিকে আলু ব্যবসায়ীদের ধর্মঘট নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ, তিনি বলেন আলু ব্যবসায়ীদের লাভ হলেও ব্যবসায়ীদের ক্ষতি এবং লস হলেও ব্যবসায়ীদের ক্ষতি, বিগত বছরে আলু চাষের সময় ভারী বৃষ্টিপাতের ফলে দু দুবার চাষ করতে হয়েছিল আলু চাষীদের ফলে বহু খরচ হয়েছিল আলু চাষীদের, এই মতো অবস্থায় সরকার তাদের পাশে দাঁড়ায়নি, রাজ্যের এত আলু যাবে কোথায়, বাইরে যেতে দেয় না এই আলু, ফলে রাস্তায় ফেলে দিতে হয় আলু চাষীদের, আবার এই পরিস্থিতি তে আলু ব্যবসায়ীরা ট্রাক মালিকদের কাছে গিয়ে ট্রাক ভাড়া চাইলে আগে তারা জিজ্ঞাসা করছে কি নিয়ে যাবেন, যখন ব্যবসায়ীরা বলছেন আলু নিয়ে যাব তখন ট্রাক ভাড়া দিতে চাইছেন না ট্রাক মালিকেরা, মমতা ব্যানার্জি শুধু পঞ্চায়েতি করবেন এবং দালালদের পয়সা পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, অন্যদিকে এ রাজ্যে বহুবার দেখা গিয়েছে তৃণমূল নেতার বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় তার নাম উঠে আসছে সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, যেখানে খাদ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী জেলে যায় সেখানে এনারাও জেলে যাবেন, পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও এই রাজ্যকে নিশানা করলেন দিলীপ ঘোষ, এছাড়াও এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলার সভাপতি সহ একাধিক জেলা ও রাজ্য বিজেপির কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *