তমলুক স্বাস্থ্য জেলার CMOH এর নিকট বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা হাসপাতালের পরিষেবার সামগ্রিক উন্নয়ন, রোগীদের উপযুক্ত পরিষেবা প্রদান ও ব্লকস্তরের হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় পরিষেবা সংক্রান্ত ১৪ দফা দাবীতে কলেজের অধ্যক্ষা ও তমলুক স্বাস্থ্য জেলার CMOH এর নিকট বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করে সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের জেলা কমিটি। কমিটির অভিযোগ,জেলা হাসপাতালের পর্যাপ্ত শয্যা নেই। ইউ এস জি মেশিন বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে চলছে না। অনেক বিভাগে কোন ডাক্তার নেই। বর্হি বিভাগে রোগীদের সুষ্ঠ ভাবে চিকিৎসার ব্যবস্থা নেই। বয়স্ক, প্রসূতি সহ সকল মহিলা রোগীদের দীর্ঘ সময় লাইন দিয়ে দাড়িয়ে চিকিৎসা পরিষেবা নিতে হয়। উপরোক্ত দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেন আধিকারিকরা। ময়না, কোলাঘাট সহ ব্লক হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়নের দাবীগুলি সমাধানের আশ্বাস দেন উনি। ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতৃত্ব রামচন্দ্র সাঁতরা, ডাঃ জয়দেব ঘড়া, অর্জুন ঘোড়ই, প্রনব মাইতি, ডাঃ সুজিত মাইতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *