তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0
215

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি ও তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ির পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য,প্রাক্তন রাজ্যসভা ও লোকসভা সাংসদ আমজাদ আলী, স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস সহ একাধিক বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা। এই দিনের অনুষ্ঠানে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতার সময়কালীন একাধিক কার্যকলাপ বক্তব্যের মধ্যে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। অতীতকে না জানলে ভবিষ্যতে এগোনা যায় না,অতীত জেনে বর্তমানকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তবেই ভবিষ্যতে এগোনে যায় তাই স্বাধীনতার ইতিহাস জানা টা খুব জরুরী এমনটাই জানান প্রাক্তন রাজ্যসভা ও লোকসভা সাংসদ আমজাদ আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here