নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বড় দিনে খুশির মেজাজে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হল এক শিক্ষক দাম্পতি। যদিও দুর্ঘটনা বড় আকার ধারণ না করায় কন্যা সন্তান সহ ওই শিক্ষক দাম্পতি অক্ষত রয়েছেন। বুধবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশায় স্থানীয় একটি প্রেট্রল পাম্প থেকে ব্যাক্তিগত ছোট গাড়িতে তেল ভরার পর ৩১ সি জাতীয় সড়কে দিয়ে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল ওই পরিবারটি। হঠাৎ পেছন থেকে একটি কন্টেনার ডানদিক ঘেষে ধাক্কা দেয় ছোট গাড়িটিকে। ঘটনায় কেউ আহত না হলেও, ব্যাক্তিগত ছোট গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।