পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রেল স্টেশনের দু’নম্বর থেকে তিন নম্বর ব্রিজের মাঝে রয়েছে একাধিক দোকান, নতুন করে রেল ব্রিজ সংস্কারের স্বার্থে এবার দোকান উচ্ছেদের নোটিশ দিল রেল কর্তৃপক্ষ, এতেই ঘুম উড়েছে ওইসব দোকানদার গুলির, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে ইতিমধ্যেই শামিল হয়েছে ওইসব দোকানের মালিকরা, সহযোগিতার হাত বাড়িয়েছে দক্ষিণবঙ্গ রেলওয়ে কল্যাণ সমিতি, ইতিমধ্যেই স্থানীয় মন্ত্রিসহ রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে, মঙ্গলবার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি দাবি নিয়ে এবার বিক্ষবে শামিল হয়েছে ঐসব দোকানের মালিকরা পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় মানুষজন।
নতুন করে রেল ব্রিজ সংস্কারের স্বার্থে এবার দোকান উচ্ছেদের নোটিশ দিল রেল কর্তৃপক্ষ, এতেই ঘুম উড়েছে ওইসব দোকানদার গুলির।

Leave a Reply