কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ৯ জানুয়ারি, কলকাতার ভারত সভা হলে হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত ( HMKP)এর রাজ্য কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ,এই সভায় হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত এর রাষ্ট্রীয় সভাপতি L,Kalappa ji, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক,Ashim Roy ji, সম্পাদক ,Parfulla Mahatre ji,রেল মজদুর ইউনিয়ন RMU,এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক,Rajendra Singh Ji,উপস্থিত ছিলেন,আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন NABARD,এর চিফ জেনারেল ম্যানেজার Shib Sankar Saha,মহাশয়, উপস্থিত ছিলেন,HMKP রাজ্য কমিটির সহ সভাপতি সজল অধিকারী,রাজ্য কমিটির নেতা, রাজকুমার কুমার, মানিক দাস,চিন্ময় ঘোষ,সঞ্জয় বড়ুয়া,বিশিষ্ট শ্রমিক নেতা দেবরাজ মহত,বিশিষ্ট মানবাধিকার এক্টিভিস্ট ,md সামসুজামান,সত্যনারায়ণ পাণ্ডে,উদয়ভান পাঠক, হান্নান শেখ,বিশাল বাবু,
রঘু সিংহ,কার্তিক সাহা,আসাদ আলী খন্দকার,সহ রাজ্য ,জেলা কমিটির নেতৃবৃন্দ,
সভার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণপ্রসাদ সেন।
এই সভায় কেন্দ্র,রাজ্য সরকারের কাছে,বিভিন্ন দাবি পেশ করার প্রস্তাব গ্রহণ করা হয়।
ধানের মিনিমাম সাপোর্ট প্রাইজ ,MSP, অনুযায়ী কৃষক দের ধান কেনার জন্য রাজ্য,কেন্দ্র কে অধিক আর্থ প্রদান করার দাবি।
পরিযায়ী শ্রমিক দের কেন্দ্র সরকার কে পরিচয় পত্র প্রদান এর দাবি,
আলুর MSP, নির্ধারণ এর জন্য কেন্দ্র,রাজ্য সরকারের কাছে দাবি।
কৃষি পণ্য অবাধে ভারতের সব রাজ্যে যাতায়াত এর অধিকার প্রদান এর দাবি।
চা বাগান এর শ্রমিক দের চাকরীর সুরক্ষা প্রদান এর দাবি।
অসংগঠিত শ্রমিক (রেল সহ) সকল এর জন্য কেন্দ্র রাজ্য সরকারের নুতন জনমুখী নীতি প্রণয়ন এর দাবি সহ বিভিন্ন বিষয় এর উপর সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়।
Leave a Reply