বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বইগ্রাম এলাকায় ক্রমাগত মাটি থেকে রহস্যময় ভাবে জল বেরোচ্ছে ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বইগ্রাম এলাকায় ক্রমাগত মাটি থেকে রহস্যময় ভাবে জল বেরোচ্ছে । যা দেখতে ভিড় করছেন স্থানীয় ও পাশের গ্রামের বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করেএলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আগ্রহ লক্ষণীয়।

পাশাপাশি ঢিল ছড়া দূরত্বে আন্তর্জাতিক শূন্য রেখা। বিএসএফের প্রতিনিধিরাও এই ঘটনা দেখে অবাক হয়েছেন। কি কারণে এই জল বের হচ্ছে তা নিয়ে ধন্দ্বে এলাকাবাসী ও বিএসএফরা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একদম লাগোয়া এলাকায় এমন ঘটনায় চিন্তার ভাঁজ সকলের। কোনরকম পাইপলাইন ছাড়াই এই জল কিভাবে এলো তা নিয়ে হতবাক সকলেই। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তিরা জানিয়েছেন, কিছুদিন আগে বাংলাদেশে বিকট শব্দে হচ্ছিল। যার ফলে আতঙ্কে ছিলেন এলাকাবাসী। এরই দুই /তিন দিনের মধ্যে এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষয়টি প্রশাসনের নজরে আনবেন বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি জনগণকে আতঙ্ক না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *