নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায় রাঙালিবাজনা পাঁচমাইল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বোলেরো গাড়ি।এদিন গাড়িটি ছয়জন যাত্রী নিয়ে মাদারিহাটের শিশুবাড়ি থেকে ফালাকাটার গলাকাটায় যাচ্ছিল।দক্ষিণ দেওগাঁও এলাকায় গাড়ির সামনের চাকার টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পরে যায়।তবে গাড়িতে থাকা যাত্রীদের কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান চালক ইমরান হক।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ক্ষণিকের মধ্যে উৎসুক জনতার ভিড় জমে যায়।
দক্ষিণ দেওগাঁও এলাকায় গাড়ির সামনের চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পরে যায়।

Leave a Reply