আগামী সোমবার ডুয়ার্সকন্যাতে শ্রমদফতর বন্ধ মেচপাড়া চা বাগান নিয়ে বৈঠক ডেকেছে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগামী সোমবার বন্ধ মেচপাড়া চা বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাক দেওয়া হয়েছে। আগামী সোমবার ডুয়ার্সকন্যাতে শ্রমদফতর বন্ধ মেচপাড়া চা বাগান নিয়ে বৈঠক ডেকেছে। ওই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে বাগানের ১৩০০ শ্রমিক পরিবার। উল্লেখ্য, গত পরশু আলিপুরদুয়ারের মেচপাড়া বন্ধ হয়ে যায়। এদিকে, মেচপাড়া চা বাগানে শীঘ্র বাগান খোলার দাবি জানিয়েছে তৃণমূল ও বিজেপি নেতৃত্বরা। শনিবার বন্ধ মেচপাড়া চা বাগানে এসে শ্রমিকদের নিয়ে বৈঠক করেন কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা। তিনি জানান, এখন শুখা মরশুম শ্রমিকেরা এখন সাল ছুটিতে বসার সময় তাই এই সময় চক্রান্ত করে বাগান কতৃপক্ষ বাগান বন্ধ করেছে। অপর দিকে তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান, আগামী সোমবার বাগান নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে আমি নিজে উপস্থিত থাকবো। আসা করি সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *