নিজস্ব সংবাদদাতা, মালদা:—ভিন রাজ্য সুরাট থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ এক কন্যা সন্তানের বাবা।তাকে হন্যে হয়ে যেখানে সেখানে খুঁজছে পরিবারের সদস্যরা।দুশ্চিন্তায় গোটা পরিবার।ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহীটলা এলাকার বাসিন্দা রহিম হক(২৯) বিগত দু মাস আগে পেটের দায়ে ভিন রাজ্য অর্থাৎ সুরাটে নির্মাণ শ্রমিকের কাজে যায়।সেখান থেকে বাড়ি ফেরার পথে ৩০ ডিসেম্বর ২০২৪ বাড়ি ফিরছিল।ট্রেনে উঠেছিল। সঙ্গে প্রতিবেশী ও ছিল। কিন্তু কিছুক্ষণ পর থেকে নিখোঁজ।প্রতিবেশীদের ফোন মারফত বাড়ির লোকজন জানতে পারে রহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।এই মর্মে মানিকচক থানায় ও সংশ্লিষ্ট জিআরপি অফিসে নিখোঁজ অভিযোগ করা হয়েছে। রহিমের উচ্চতা প্রায় ৫ ফিট ৫ ইঞ্চি। গায়ের রং শ্যাম বর্ণ। চুল কালো। সেই সময় পরনে ছিল কালো জিন্স প্যান্ট, কালো জ্যাকেট ও পায়ে চপ্পল। রহিমের ৬ মাসের এক কন্যা সন্তান রয়েছে। স্ত্রী সহ মা বাবার আবেদন কেউ যদি রহিমকে দেখে থাকেন তাহলে খোঁজ দেবেন।
ট্রেন থেকে নিখোঁজ এক কন্যা সন্তানের বাবা, হন্যে হয়ে যেখানে সেখানে খুঁজছে পরিবারের সদস্যরা, দুশ্চিন্তায় গোটা পরিবার।

Leave a Reply