দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- এলাকাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজ ১৩ই জানুয়ারি সোমবার দুপুরে বালুরঘাট পৌরসভার ১৯ নং ওয়ার্ডের অমৃত সংঘের পাশে নতুন রাস্তার কাজের শুভ শিলান্যাস হলো। ফুল ছিটিয়ে ও নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন বালুরঘাট পৌরসভার পৌরধ্যক্ষ অশোক কুমার মিত্র। বালুরঘাট পৌরসভার পৌরধ্যক্ষ অশোক কুমার মিত্র জানিয়েছেন – বালুরঘাট ১৯ নম্বর ওয়ার্ডে বিশ্বাস পাড়া নারায়ণপুর অমৃত সংঘ ক্লাব এলাকায় আজকে আনুমানিক ব্যয়ে ১৭ লক্ষ টাকার উপরে ৫০০ মিটার রাস্তার ঢালাই নতুন রাস্তার কাজের শুভ সূচনা হলো । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পৌরধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারখ সহ পৌরসভার কর্মকর্তাদের পাশাপাশি ওই ওয়ার্ডের মানুষজন।
এলাকাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজ ১৩ই জানুয়ারি সোমবার দুপুরে বালুরঘাট পৌরসভার ১৯ নং ওয়ার্ডের অমৃত সংঘের পাশে নতুন রাস্তার কাজের শুভ শিলান্যাস হলো।

Leave a Reply