নিজস্ব সংবাদদাতা, মালদা,১৩ জানুয়ারি :- তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে খুনের ঘটনায় যারা যুক্ত তাদের কঠোরতম শাস্তীর দাবি এবং রেলের জায়গায় আশ্রয় নিয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল দুলাল সরকারের উপর সেই সমস্ত জায়গা রেল যেন উদ্ধার করে এই দাবি নিয়ে মালদা জেলা নাগরিক কমিটির উদ্যোগে সোমবার দুপুরে ঝলঝলিয়া এলাকায় একটি মিছিলের আয়োজন করা হয়। ঝলঝলিয়া এলাকায় মিছিলের পর মালদা ডিআরএমের কাছে একটি দাবী সনদ জমা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস, তৃণমূল নেতা জয়ন্ত বোস সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা।
তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে খুনের ঘটনায় যারা যুক্ত তাদের কঠোরতম শাস্তীর দাবি।

Leave a Reply