পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অস্বাভাবিকভাবে মৃত্যু হল গৃহবধুর,বধূ নির্যাতনের ফলেই মৃত্যু বলে অভিযোগ শ্বশুরবাড়ির,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকোনিয়া এলাকায়,ঘটনায় জানা গেছে দাঁতন থানার সোনাকোনিয়া এলাকায় বিট্টু আলী খানের সঙ্গে পটাশপুর থানার অমর্ষি এলাকার বছর আটেক আগে বিয়ে হয় আরসোজা খাতুনের, বছর ঘুরতে না ঘুরতেই পরিবারে অশান্তি শুরু হয় পনের টাকা পয়সা নিয়ে বলে অভিযোগ। আর সেই অশান্তি গড়ায় মারামারিতে,মেয়ের বাপের বাড়ির পরিবার দাঁতন থানায় মাসকয়েক আগে বিট্টু আলী খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। গতকাল অর্থাৎ সোমবার শরীর অসুস্থতার কারণে মর্মান্তিক পরিণতি বলে শ্বশুরবাড়ির লোকের দাবি। যদিও আরসোজা বিবির বাপের বাড়ির আত্মীয়র দাবি প্রায়শই ঝগড়া লেগে থাকতো। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দাঁতন থানার পুলিশ, পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গৃহবধুর অস্বাভাবিকভাবে মৃত্যু, চাঞ্চল্য দাতনের সোনাকোনিয়াতে।

Leave a Reply