নিজস্ব সংবাদদাতা, মালদা—মঙ্গলবার পৌষ সংক্রান্তির আর এই দিন পুরাতন মালদার মুচিয়া ব্লকের নেমুয়া ডুমুর তলায় জঙলি পীর বাবার ৭১ তম বার্ষিক উরুষ উৎসব অনুষ্ঠিত হয়। এই উরুষ উৎসবে সম্প্রীতির এক নজির লক্ষ্য করা যায় | কারণ এই উরুষ উৎসবে হিন্দু মুসলিম সকলে মিলে মানত করে এবং নিজের মনস্কামনার দরবার করে পীর বাবার কাছে। এই উরুষের একটি বিশেষত্ব রয়েছে এই পীর বাবা মাজারের সেবাইত রয়েছে এক ব্রাহ্মণ পরিবার। এদিন উরসে বাবার মাজারে পৌষ সংক্রান্তির তিলুয়া দিয়ে বাবাকে ভোগ চড়ানো হয় এবং বাবাকে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে,পাশাপাশি মুসলিমরা বাবার কাছে মানাত উপলক্ষে এখানে মুরগি রান্না করে বাবাকে সিন্নি চড়ায়। এই উৎসবটি পুরোপুরি পরিচালনা করে নেমুয়া, মুচিয়া এবং ডুমুর তলা এলাকার হিন্দু মুসলিমদের একটি কমিটি। এই উরুষে প্রশাসন কে বিশেষ তৎপর লক্ষ্য করা যায় এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর ভক্তের সমাগম হয় । এই উৎসবকে কেন্দ্র করে মালদা নালাগোলা রাজ্য সড়কের দুই ধারে বিশাল মেলার আয়োজন হয়।
উরুষ উৎসবকে কেন্দ্র করে মালদা নালাগোলা রাজ্য সড়কের দুই ধারে বিশাল মেলা।র আয়োজন

Leave a Reply