তুমি দৃশ্যমান তোমার আড়ালে সব আছে….
সুশৃঙ্খল ভাবে সাজানো।
কোন ঋতুর সাজে সেজেছো?
শাড়ি,গয়না নূপুর,দুল,ফিতে এই গুলো…
কোন ঋতুর বললে না তো?
এতো সুন্দর কারুকার্য রয়েছে সৌম্যমূর্তি জুড়ে।
ঘন ঝোপঝাড়ের ঘ্রাণ পাচ্ছি ভয়াবহ খাদ!
ঝর্ণার চঞ্চল নৃত্যের শব্দ দূর থেকে যেন ভেসে আসছে
কারা তালে ছন্দে মাদল বাজাচ্ছে কোথায়?
সৌম্যমূর্তি প্রচ্ছদের আড়ালে কোথায় যে খুঁজি?
কোথায় যেন দেখেছি ঠিক তোমার মতো উঁচু স্তূপ।
দিনের শেষে সূর্যাস্তের লাল আভা মাখছিলে গায়ে-
তুমি বিহানে এমন করে তাকালে মনে হলো সদ্য সূর্যমুখী!
কোথায় আছে ঐশ্বর্যের খিলান?
বলে দিলে প্রচ্ছদ উল্টে দেখতে পারি যা আমার হৃদয়বাসনা।
আবরণে রশ্মিরাগ সবটুকুই তুমি আমার মনে।
Leave a Reply