গভীর রাতে ১৭টি হাতি ক্ষতি করে গেল কয়েক বিঘা জমির ফসল।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাতসকালে শুরু হল হাতির তাণ্ডব, ক্ষতি করে গেল কয়েক বিঘা জমির ফসল, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন -১ ব্লকের ৫ নং আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ললিতাপুর, পলাশিয়া, মোয়ারুই, মালপাড়া গ্রামে তাণ্ডব চালালো হাতি। গভীর রাতে ১৭টি হাতি গ্রামের জঙ্গলে প্রবেশ করে বলে জানা গেছে। হাতি প্রবেশের খবর পেয়ে গ্রামবাসীরা হাতি তাড়াতে উদ্যোগী হয়। এইসময় হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে হাতির কবলে পড়ে ললিতাপুর গ্রামনিবাসী রাম মুর্মু ও মোয়ারুই গ্রামনিবাসী জয়নারায়ণ প্রধান গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন। শেষ পাওয়া খবর অনুযায়ী স্থানীয় হাসপাতালে রাম মুর্মুর মৃত্যু হয়েছে এবং জয়নারায়ণ প্রধান বালেশ্বরে চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসন এবং বন দপ্তরের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে ওইসব ক্ষতিগ্রস্ত চাষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *